• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকার বায়ুদূষণ রোধের বিষয়টি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: কাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ডিসেম্বর ২০১৯, ১৪:০২

রাজধানীর বায়ুদূষণ রোধের বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদারকি করছেন। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে। জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের।

আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৩তম সভায় মন্ত্রী এসব কথা বলেন।

ঢাকার দুই সিটিতে গাড়ি পার্কিংয়ের জন্য ৬৪টি জায়গা অনুমোদন দেয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। একইসঙ্গে রাজধানীর যানজট নিরসনের জন্য শহরের ভেতর থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল বাইরে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করার কথা জানান তিনি।

জলাশয় ভরাট করে কোনও স্থাপনা যাতে তৈরি করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন ওবায়দুল কাদের।

এসএস/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ঝুঁকি থাকলেও আমরা প্রস্তুত : কাদের
X
Fresh