• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাজধানীতে লিফটের দরজায় চাপা পড়ে প্রাণ গেল যুবকের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ নভেম্বর ২০১৯, ২০:৪৬
রাজধানীতে লিফটের দরজায় চাপা পড়ে প্রাণ গেল যুবকের
রাজধানীতে লিফটের দরজায় চাপা পড়ে প্রাণ গেল যুবকের

রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেলে লিফটের দরজায় চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের নাম ওমর ফারুক (৩৫)। তিনি চট্টগ্রামে বিএম এনার্জি লিমিটেড নামে একটি বেসরকারি কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মাদপুর উপজেলার মৌশা গ্রামে। স্ত্রী রেশমা ও দুই সন্তান নিয়ে থাকতেন চট্টগ্রামে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ৭ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে হস্তক্ষেপ : হাইকোর্ট
---------------------------------------------------------------

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্বজনদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, সোমবার ফারুকের স্ত্রীর ঢাকায় একটি চাকরির ইন্টারভিউ রয়েছে। সে জন্য চট্টগ্রাম থেকে আজ ফারুক সকালে ঢাকায় আসে পরিবারসহ। ঢাকায় এসে ওঠেন মহাখালী রসুলবাগ শাহিন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ৫ তলার একটি কক্ষে। সেখানে দুপুরে লিফটে নামার সময় লিফটের দরজার সঙ্গে চাপা পড়ে সে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
X
Fresh