logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

নবান্নের হাওয়া শহরে (ভিডিও)

আজ প্রথম অগ্রহায়ণ। এ মাসেই শুরু হয় কৃষিপ্রধান বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য উৎসব, নবান্ন। নবান্ন নিয়ে আসে খুশির বার্তা। নতুন ধান ঘরে উঠানোর কাজে ব্যস্ত থাকে কৃষাণ-কৃষাণীরা। নতুন ধান, গুড়, পিঠা পায়েসের ধুম যেন বাংলার ঘরে ঘরে। এ মাসেই গ্রামের পাড়ায় পাড়ায় চলে নবান্ন উৎসব। নগরজীবনে কিছুটা হলেও প্রকৃতির এ উৎসবের আমেজ দিতে, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা, তেজগাঁওয়ের আরটিভির বেঙ্গল স্টুডিওসহ নানা স্থানে আয়োজন করা হয় নবান্ন উৎসবের।

প্রকৃতির এই সুরেলা আবেদন আর এমন আয়োজন যেন নগরবাসীকে নবান্নের মাস অগ্রহায়ণের ছোঁয়া দিতে।

শিশির ভেজা হেমন্তের সকাল যেন জসীমউদ্দীনের কবিতার মতো নগরবাসীর মনেও দোলা দিচ্ছে ‘আশ্বিন গেল, কার্তিক মাসে পাকিল খেতের ধান, সারা মাঠ ভরি গাহিছে কে যেন হলদি-কোটার গান’।

বাংলা বর্ষপঞ্জি পরিবর্তনের কারণে আশ্বিন গোণা হয় ৩১ দিন হিসেবে। বাঙালির ইতিহাসের সঙ্গে গ্রেগরিয়ান দিনপঞ্জির দিন তারিখ সমন্বয় করতেই বাংলা একাডেমির এমন সিদ্ধান্ত। যার কারণেই শনিবার অগ্রহায়ণের প্রথম দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসবে এসে বাংলার প্রকৃতি আর তাকে ঘিরে যে উৎসব সেগুলো রক্ষার আহ্বান সবার কণ্ঠে।

গান কবিতায় নবান্নের আমেজ ছিল রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির বেঙ্গল স্টুডিওতে এমন আয়োজনে।

এসএস

RTVPLUS