• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নতুন সড়ক আইন প্রয়োগের আগে সচেতন করছে ট্রাফিক বিভাগ

আরটিভি অনলাইন

  ১৪ নভেম্বর ২০১৯, ১৫:৫৩
নতুন সড়ক আইন প্রয়োগের আগে সচেতন করছে ট্রাফিক বিভাগ
নতুন সড়ক আইন প্রয়োগের আগে সচেতন করছে ট্রাফিক বিভাগ

আগামী সপ্তাহ থেকে নতুন সড়ক আইন বাস্তবায়নের আগে সচেতনতা সৃষ্টিতেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ। চালকদের পাশাপাশি পথচারীদের আইনটি সম্পর্কে জানাতে রাজধানীতে লিফলেট বিতরণ করা হচ্ছে। নতুন আইনে কঠোর শাস্তির বিধান থাকলেও সড়ক শৃঙ্খলার স্বার্থে একে ইতিবাচক হিসাবে দেখছেন সবাই।

বিশৃঙ্খল সড়কের শৃঙ্খলা ফেরাতে কার্যকর করা হয় নতুন সড়ক আইন ২০১৮। নতুন আইনে শাস্তির বিধান কঠোর করা হয়েছে। তাই আইনটি প্রয়োগের আগে রাস্তায় চলাচলকারীদের সচেতন করছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ।

রাজধানীর কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কে চালানো হচ্ছে প্রচারণা। অনেকে উৎসাহ নিয়ে আইনটির খুঁটিনাটি বিষয় জেনে নিচ্ছেন।

নতুন আইন অনুযায়ী, সড়কে গাড়ি চালিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করলে ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে আহত করলে তিন লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড। ট্রাফিক সংকেত ভঙের জরিমানা পাঁচশ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা করা হয়েছে।

শুধু আইন প্রয়োগ করে নয় সবার সহযোগিতায় সড়কের শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা সাধারণ মানুষের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh