• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ধানমন্ডির জোড়া খুনের ঘটনায় গৃহকর্মী সুরভীসহ ৫ জন রিমান্ডে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ নভেম্বর ২০১৯, ১৮:১৭
ধানমন্ডির জোড়া খুনের ঘটনায় গৃহকর্মী সুরভীসহ ৫ জন রিমান্ডে
ধানমন্ডির জোড়া খুনের ঘটনায় গৃহকর্মী সুরভীসহ ৫ জন রিমান্ডে

ধানমন্ডিতে একটি বাসায় জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী মোছা. সুরভী আক্তার নাহিদাসহ পাঁচ জনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড যাওয়া অন্য আসামি হলেন- বেলায়েত হোসেন, গাউসুল আযম প্রিন্স, নুরুজ্জামান ও বাচ্চু।

আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. রবিউল আলম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

এসময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয়।

উল্লেখ্য, গেল শুক্রবার (১ নভেম্বর) রাতে ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে ক্রিয়েটিভ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তারিমের শাশুড়ি আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৩ নভেম্বর ধানমন্ডি থানায় আফরোজা বেগমের মেয়ে দিলরুবা সুলতানা মামলাটি দায়ের করেন। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে গৃহকর্মী সুরভিকে গ্রেপ্তার করে পুলিশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh