• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

এ বছর পুলিশ পদক পাচ্ছেন ১৩২ জন

অনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০১৭, ১৬:৩৪
ফাইল ছবি

এ বছর বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পাচ্ছেন পুলিশের ১৩২ জন সদস্য। সাহসিকতা, সেবা ও বীরত্বপূর্ণ কাজের জন্য তাদের এই পদক দেয়া হবে।

আসছে ২৩ জানুয়ারি পুলিশ সপ্তাহ ১৭ ‘এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেবেন। পুলিশ সপ্তাহ শেষ হবে ২৭ জানুয়ারি। পুলিশ সদর দপ্তর সূত্রে, এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, এ বছরও চারটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হচ্ছে। বিপিএম সাহসিকতা, বিপিএম সেবা, পিপিএম সাহসিকতা ও পিপিএম সেবা। এবার বিপিএম সাহসিকতার জন্য পুরস্কার পাচ্ছেন ২৬ জন, আর বিপিএম সেবার জন্য ২৪ জন। অন্যদিকে পিপিএম সাহসিকতার জন্য ৪১ ও পিপিএম সেবার জন্য ৪১ জন পদক পাচ্ছেন। পদক বিজয়ীদের মধ্যে ৪৬ জন ঢাকা মহানগর পুলিশ ও ১৮ জন র‌্যাবের সদস্য।

আরওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh