• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চলতি বছরের শেষে যেকোনো দিন ই-পাসপোর্টের উদ্বোধন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ নভেম্বর ২০১৯, ১৩:২৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
চলতি বছরের শেষে যেকোনো দিন ই-পাসপোর্টের উদ্বোধন ।। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, চলতি বছরের শেষে যেকোনো দিন ই-পাসপোর্টের উদ্বোধন করা হবে।

আজ রোববার (৩ নভেম্বর) সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে খুব শিগগিরই ই-পাসপোর্টের কাজ শুরু করবো। আমরা সারাদেশে প্রায় আড়াই কোটি এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) করেছি। চলতি বছরের শেষে যেকোনো দিন ই-পাসপোর্টের উদ্বোধন করতে পারবো।

রাজশাহী পলিটেকনিক অধ্যক্ষকে পানিতে ফেলার ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ দেখে দোষীদের সনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh