• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় রূপনগরের সিলিন্ডার বিস্ফোরণ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ অক্টোবর ২০১৯, ১৯:০৭

রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ১১ নম্বর রোডের মাথায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছে চার শিশুসহ পাঁচজন।

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় রূপনগর আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা জানান, বেলুন কিনতে এসেছিল ঝিলপাড় বস্তির ৭/৮ শিশু। গ্যাস দিয়ে যখন বেলুন ফোলানো হচ্ছিল তখনই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিলিন্ডার ঘিরে রাখা চারজন শিশু স্পটেই মারা যায়।

তিনি আরও বলেন, এ সময় পাশে দাঁড়িয়ে থাকা এক নারীর (২৩) এক হাত উড়ে যায়। হাতটি গিয়ে ৫ থেকে ৭ হাত দূরে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে তারও মৃত্যু হয়।

আহত একজন শিশু জানায়, তারা বেলুন কেনার জন্য এসেছিল। কিন্তু হঠাৎ করেই অনেক শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই সে দেখতে পায় তার সাথে আসা খেলার সাথিরা মাটিতে লুটিয়ে পড়েছে। সে নিজেও আহত হয়ে মাটিতে পড়ে যায়।

রূপনগর থানার ডিউটি অফিসার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে আগুন লাগে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh