• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইসিসি সাকিবকে শাস্তি দিলে আমাদের বেশি কিছু করার নেই: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ অক্টোবর ২০১৯, ১৬:৩৪

ফিক্সিংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সাকিব আল হাসান আর সে বিষয়ে আইসিসিকে না জানানো সাকিবের ভুল ছিল। এখন আইসিসি যদি সাকিবের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়, তাহলে সেখানে আমাদের খুব বেশি করণীয় থাকবে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ১৮তম ন্যাম সম্মেলনে যোগদান উপলক্ষে আজরবাইজানে চার দিনের সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বোর্ড তাকে সার্বক্ষণিক সহায়তা দেবে। তবে সাকিবও ভুল করেছে। জুয়াড়ির সঙ্গে যোগাযোগের পরই তা আইসিসিকে জানানো উচিত ছিল। কিন্তু সে আইসিসিকে জানায়নি।

তিনি বলেন, সে যেহেতু আমাদের দেশের ছেলে, সারাবিশ্বের ক্রিকেট খেলোয়াড় হিসেবে তার আলাদা অবস্থান আছে। সে ভুল করেছে। বিসিবি বলেছে, তার পাশে থাকবে।

উল্লেখ্য, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু তথ্য গোপন করে জানাননি আইসিসি কিংবা বিসিবিকে। যে কারণে এখন ১৮ মাসের নিষেধাজ্ঞার সামনে সাকিব।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
X
Fresh