• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান স্বেচ্ছা প্রত্যাবাসন : ন্যাম নেতাদেরকে প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ অক্টোবর ২০১৯, ২৩:২১
শেখ হাসিনা, মাহাথির মোহাম্মদ
সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসন। খবর ইউএনবির।

তিনি শুক্রবার আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনের প্লেনারি সেশনে উপস্থিত নেতাদেরকে এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা আছে। রোহিঙ্গা সংকটের ফলে বাংলাদেশ ও আশপাশের অঞ্চল অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি রাজনৈতিক বিষয় এবং এর শিকড় মিয়ানমারের গভীরে প্রোথিত। তাই এর সমাধান মিয়ানমারের ভেতর থেকে পেতে হবে।

বাংলাদেশর প্রধানমন্ত্রী বলেন, এর একমাত্র সমাধান হলো রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে নিজেদের বাসস্থানে নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদার সঙ্গে স্বেচ্ছায় ফিরে যাওয়া।

আমরা এই রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইতে বাধ্য হয়েছি বলেও উল্লেখ করেন তিনি।

বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করছে।

জলবায়ু পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বাংলাদেশের দায় সামান্য হলেও এর ধ্বংসাত্মক প্রভাবে মারাত্মকভাবে ভুগতে হচ্ছে আমাদের।

জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশেষ করে উন্নত দেশগুলোর পূর্ণ সাড়া দেয়া উচিত বলেও মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এদিকে ন্যাম সম্মেলনের এক ফাঁকে এ দিন শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, মালয়েশিয়া এবং আসিয়ানের সদস্য দেশগুলো রোহিঙ্গা সংকট সমাধানের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র সচিব শহিদুল হক এই বিষয়ে বলেন, মাহাথির দৃঢ়ভাবে অনুভব করছেন যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয় এবং এটাকে বিচারের আওতায় আনা উচিত।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশে দর্শক মাতাতে আসছেন আতিফ আসলাম
X
Fresh