• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোববারের গুরুত্বপূর্ণ সংবাদ

অনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০১৭, ২৩:৩৮

  • ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • সিলেটের জকিগঞ্জে এবার বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজছাত্রী সুমাকে কুপিয়ে আহত করেছে বখাটে বাহার, ওসমানী মেডিক্যালে ভর্তি।
  • প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য যাচাই-বাছাই কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে এর আগের গঠিত এ সংক্রান্ত সব কমিটি বাতিল করা হয়েছে।
  • চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে ৭ দশমিক ৫ শতাংশ। জানালেন পরিকল্পনামন্ত্রী।
  • নির্বাচন কমিশন গঠনের সংলাপে অংশ নিতে সোমবার বঙ্গভবন যাচ্ছে ন্যাপসহ ৩টি রাজনৈতিক দল।
  • আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। দেশ-বিদেশের লাখো মুসুল্লির অংশগ্রহণ। বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদ, গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুলশান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মোনাজাতে অংশ নেন। ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব।
  • পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর মতিঝিল, পুরানা পল্টন, গুলিস্তানের ফুটপাত হকারমুক্ত করতে কাজ শুরু করছে দক্ষিণ সিটি করপোরেশন। প্রতিবাদে সোমবার সকাল ১০টায় নগর ভবনের সামনে অবস্থানের ঘোষণা হকারদের; অভিযান চলবে : মেয়র সাঈদ খোকন।
  • ৫ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশের নির্দেশ আপিল বিভাগের।
  • নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন মামলার রায় সোমবার। দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের।
  • খুনি সন্দেহে গ্রেপ্তার দুই শিশুকে ২৯ জানুয়ারি হাইকোর্টে হাজিরের নির্দেশ।
  • গাইবান্ধায় এমপি লিটন হত্যা মামলায় আরো ৩ জামায়াতকর্মী আটক।
  • খুলনায় শেরেবাংলা রোডে বাসায় ঢুকে কলেজশিক্ষককে হত্যা, স্বর্ণালংকারসহ মালামাল লুট।
  • কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকারের চাপায় ২ পথচারী নিহত।
  • ভোলায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতার বাস ভাংচুর, সড়ক অবরোধ।
  • সিলেটের জকিগঞ্জে ফুলতলী পীরের ওরশ শরিফে মাজারে খাবার সংগ্রহ করতে যেয়ে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু।
  • কুষ্টিয়ার মিরপুরে সাবু ডাক্তার হত্যার চারদিন পর আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাসদ নেতা মিলনসহ ১২ জনকে আসামি করে মামলা।
  • ভোটাধিকার ও ন্যায়বিচার রক্ষার দাবিতে ওয়াশিংটনে সপ্তাহব্যাপী ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু, যোগ দিয়েছেন প্রায় দুই হাজার মানুষ।
  • আইএসএর দখল থেকে ইরাকের মসুল বিশ্ববিদ্যালয়ের পূর্ণনিয়ন্ত্রণ নিয়েছে দেশটির বিশেষবাহিনী।
  • ওয়েলিংটন টেস্ট (চতুর্থ দিন) : ১২২ রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ; স্কোর : বাংলাদেশ ৫৯৫/৮ ডি. ও ৬৬/৩ এবং নিউজিল্যান্ড ৫৩৯।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh