• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে সরকারি কমিটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০১৭, ২৩:১৭

প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য একটি যাচাই-বাছাই কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে এর আগের গঠিত এ সংক্রান্ত সব কমিটি বাতিল করা হয়েছে।

নতুন কমিটি নতুন আবেদন গ্রহণের পাশাপাশি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের নিরীক্ষণ এবং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে কাজ করবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেলো ১২ জানুয়ারি এ নিয়ে আদেশ জারি করেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী স্বাক্ষরিত আদেশে বলা হয়, জেলা/মহানগর কমিটিতে বর্তমান সংসদ সদস্য অথবা তার মনোনীত মুক্তিযোদ্ধা কমিটির সভাপতি হবেন। সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হলে তিনি সভাপতি হবেন। আর মুক্তিযোদ্ধা না হলে তার তার মনোনীত একজন মুক্তিযোদ্ধা সভাপতি হবেন। তবে ওই সংসদ সদস্য কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।

এছাড়া এই কমিটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বা তার মনোনীত জেলা/মহানগর এলাকার একজন মুক্তিযোদ্ধা প্রতিনিধিকে সদস্য থাকবেন। কমিটির সদস্য সচিব থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh