logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯, ৪ অগ্রহায়ণ ১৪২৬

হাইকোর্টে ৫ শিশুর আগাম জামিন

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৩ অক্টোবর ২০১৯, ২০:৩৭ | আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:১৪
high court, law, child,;
ফাইল ছবি
একটি হত্যা মামলায় ময়মনসিংহের পাঁচ শিশুকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ময়মনসিংহের শিশু আদালতে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের এ জামিন দেন।

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কালীবাড়ি প্রিমিয়াম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান অভি (৮) হত্যা মামলায় ওই পাঁচ শিশু আসামি।

আদালতে শিশুদের পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফজলুল হক খান ফরিদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ।

---------------------------------------------------------------
আরো পড়ুন: আবরারের রুমমেট মিজান ৫ দিনের রিমান্ডে
---------------------------------------------------------------

গত ৬ জুলাই সাকিবুল হাসান অভিকে (৮) হত্যা করা হয়। এই ঘটনায় অভির মা পারভীন থানায় একটি অপমৃত্যু মামলা করেন। পরে গত ২৪ সেপ্টেম্বর অভির মা কোতোয়ালী থানায় হত্যার অভিযোগে তার খেলার সাথী পাঁচ শিশুকে আসামি করে মামলা করেন।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়