• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৩১ জানুয়ারি শিক্ষামন্ত্রণালয় ঘেরাও করবে ছাত্র ইউনিয়ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০১৭, ১৮:৪৬

৩০ জানুয়ারির মধ্যে নির্ভুল পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া না হলে ৩১ জানুয়ারি শিক্ষামন্ত্রণালয় ঘেরাও কর্মসূচীর ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন।

রোববার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘেরাও কর্মসূচী থেকে এ ঘোষণা দেয়া হয়।

বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দোয়েল চত্বর-প্রেসক্লাব-পল্টন মোড় হয়ে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। পরে প্রগতিশীল কয়েকটি সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচীতে সংহতি জ্ঞাপন করেন।

এসময় ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার বলেন, 'শিক্ষামন্ত্রী নজিরবিহীন বানান ভুলের সমাধান হিসেবে আঠা লাগানোর পরামর্শ দিয়েছেন। তার এভাবে দায়িত্ব এড়িয়ে যাবার সুযোগ নেই। মন্ত্রীকে স্বীকার করতে হবে হেফাজতে ইসলাম, ওলামা লীগ, চরমোনাই পীরসহ মৌলবাদী শক্তিগুলোর কাছে মাথানত করেই সরকার উদ্দেশ্যমূলকভাবে পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ করেছে।'

তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা'র পদত্যাগও দাবি করেন।

এসজে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh