• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হাইকোর্টে নিয়োগ পেলেন নয় বিচারক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ অক্টোবর ২০১৯, ১৪:৩৭
হাইকোর্ট নয় বিচারক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নয়জন অতিরিক্ত বিচারক নিয়োগ পেলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামীকাল সোমবার নতুন নিয়োগ পাওয়া বিচারকদের শপথ অনুষ্ঠিত হবে।

নতুন বিচারকরা হলেন- জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নূর উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, ঢাকার বিশেষ জজ-৫ মোহাম্মদ আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া এসব বিচারকরা এর আগে জজ আদালতের বিচারক, রাষ্ট্রের আইন কর্মকর্তা পদে অথবা আইন পেশায় নিয়োজিত ছিলেন। এই নয়জন অতিরিক্ত বিচারককে নিয়োগের মধ্য দিয়ে হাইকোর্টে বিচারকের সংখ্যা দাঁড়ালো ১০০ জনে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন।

আগামীকাল সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নবনিযুক্ত বিচারপতিদের শপথ পড়াবেন বলে হাইকোর্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে ডিজিকন, নেবে ১০০ জন
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি
X
Fresh