• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বন্ধ হওয়ার মিছিলে সামিল হচ্ছে ‘রাজমনি’ ও ‘রাজিয়া’ সিনেমা হল

‘সামনে আরও কঠিন সময় আসছে দেশি চলচ্চিত্রের’ (ভিডিও)

শাহাবুদ্দিন শিহাব, আরটিভি

  ১৯ অক্টোবর ২০১৯, ১১:২৫

চলচ্চিত্র শিল্পের মন্দার কারণে বন্ধ হওয়ার মিছিলে এবার সামিল হতে যাচ্ছে রাজধানীর ‘রাজমনি’ ও ‘রাজিয়া’ সিনেমা হল। এতে অনিশ্চয়তায় পড়েছেন হল দুটির সঙ্গে জড়িতরা। সিনেমা হল ভেঙে, সেখানে বহুতল ভবন নির্মাণের কথা জানালেন মালিকপক্ষ।

রাজধানীর কাকরাইল মোড়ে ‘রাজমনি’ ও ‘রাজিয়া’- পরিচিত পাশাপাশি দুটি সিনেমা হল। মাত্র কয়েক বছর আগেও সিনেমাপ্রেমী দর্শকদের ভিড়ে আশপাশ জমজমাট থাকতো, যা এখন ইতিহাস।

‘রাজমনি’ হলে এরই মধ্যে সিনেমা দেখানো বন্ধ হয়ে গেলেও, ‘রাজিয়া’ হলে চলছে সবশেষ সিনেমা।

জানা গেছে, শিগগির ভাঙা হবে সিনেমা হল দুটি। কারণ, হলের সারি সারি আসন অনেকদিন ধরেই খালি থাকছে।

হল দুটি ভাঙার সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীরা, চাকরি হারানোর দুশ্চিন্তায় দিন পার করছেন।

এদিকে সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখতে হলগুলোকে আরও আধুনিক করা দরকার বলে মনে করেন দর্শকরা।

প্রযোজক, পরিচালক ও হল মালিক আহসানউল্লাহ মনি জানালেন, দেশি সিনেমার দুর্দিন চলায় বাধ্য হয়ে তাকে হল ভাঙার সিদ্ধান্ত নিতে হয়েছে। অবস্থার পরিবর্তন না হলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলে আশঙ্কা করলেন তিনি।

তিনি আরও জানান, সিনেমা হল দুটো ভেঙে ২২ তলা অফিস ভবন নির্মাণের করবেন।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রভাসের নতুন সিনেমার স্বত্ব বিক্রি হলো যত টাকায়
বাংলাদেশে দর্শক মাতাতে আসছেন আতিফ আসলাম
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
গানে গানে দর্শক মাতাতে আসছে ‘জোকার টু’
X
Fresh