• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শিশুকালেই তার মধ্যে ফুটে উঠে বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব (ভিডিও)

রুহুল আমিন তুহিন

  ১৮ অক্টোবর ২০১৯, ১৩:০২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্ম তার। ১৯৭৫ এর ১৫ই আগস্ট ঘৃণ্য ঘাতকদের বুলেট থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল। মৃত্যুকালে ১১ বছরের শিশু রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

উচ্ছল প্রাণবন্ত শিশুটির নাম শেখ রাসেল। শিশুকালেই তার মধ্যে ফুটে উঠেছিল বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব ও সৌজন্যবোধ। যেন বঙ্গবন্ধুর জীবন্ত প্রতিচ্ছবি। জন্মের পর থেকেই পিতাকে কাছে না পাওয়ার অভাববোধটা প্রকট ছিল তার। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে কিংবা বিদেশে বাবার সঙ্গেই সময় কাটে রাসেলের। তবে সে সুখ দীর্ঘস্থায়ী ছিল না।

৭৫ এর ১৫ই আগস্ট পিতা শেখ মুজিব ও মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের সঙ্গে হায়নাদের বুলেটে শহিদ হন ইউনিভার্সিটি ল্যবরটারি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র শেখ রাসেল। এখনও আদরের ছোট ভাইটির নির্মম মৃত্যু কাঁদায় বড় বোন হাসু আপাকে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: নিয়মের বাইরে না যেতে ইউজিসি চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর নির্দেশ
---------------------------------------------------------------

ছোট্ট মামার সঙ্গে সাইকেল কিংবা দোলনায় শৈশব ভাগাভাগির স্মৃতি এখনও সতেজ বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের।

খুনিরা শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সেই ষড়যন্ত্র নস্যাৎ করে শহিদ শেখ রাসেল আজ দেশের শিশু-কিশোর, আর অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম বাংলার বিস্তির্ণ জনপদে এক মানবিক সত্তায় পরিণত হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
X
Fresh