• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অভিযানের পরও খাদ্যে ভেজাল বন্ধ হচ্ছে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ অক্টোবর ২০১৯, ১০:৩০
অভিযান খাদ্যে ভেজাল বন্ধ

ভেজাল খাবারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন ফুডকোর্ট, খাবার হোটেল ও রেস্টুরেন্টে নিয়মিত অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা। তারপরও বন্ধ হচ্ছে না পঁচা-বাসি-ভেজাল খাবার।

বিশেষজ্ঞরা বলছেন, এমন খাবার নাগরিকদের আশঙ্কাজনকভাবে স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষবলছে, সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত তদারকির মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করা সম্ভব।

রাজধানীর খাবার হোটেল, রেস্টুরেন্ট, ফুডকোর্টগুলোতে প্রায়ই সরকারের বিভিন্ন সংস্থা অভিযান চালায়। অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাবার তৈরির জন্য জরিমানাও গুনতে হয় বেশির ভাগ প্রতিষ্ঠানকে।

এতোকিছুর পরও অনিয়ম বন্ধ হচ্ছে না। কয়েকবার জরিমানা গোনার পরও, শোধরানোর বালাই নেই। কর্মজীবী মানুষের খাবারের যোগানকে পুঁজি করে মুনাফায় ব্যস্ত অসাধু ব্যবসায়ীরা।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : আবরার হত্যা : মেহেদীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
---------------------------------------------------------------------

রাজধানীর সীমান্ত স্কয়ার ফুডকোর্ট। পচা-বাসি ও ভেজাল খাবারের অভিযোগে এর আগেও এখানে বেশ কয়েকবার অভিযান চলেছে। অভিযুক্ত হয়ে জরিমানাও গুনেছেন, অনেক দোকান মালিক। তারপরও মন-মানসিকতায় তেমন পরিবর্তন আসেনি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতে, অনেকে না জেনে করলেও কেউ কেউ আবার জরিমানা দিয়েই দায় সারতে চান।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে অভিযান চালিয়ে যেতে। ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হয়েছে। এজন্য জেলা প্রশাসকদের চিঠিও দেয়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যঝুঁকি এড়াতে বাইরের মুখরোচক খাবার যতোটা সম্ভব এড়িয়ে চলা উচিত।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
রাজধানীতে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার
জিম্মি জাহাজে সামরিক অভিযান চায় না মালিকপক্ষ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৪ 
X
Fresh