• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশের কিছু কিছু এলাকায় হালকা শীত ও কুয়াশা পড়তে পারে

আরটিভি অনলাইন

  ১৪ অক্টোবর ২০১৯, ১৭:৪৮
দেশের কিছু কিছু এলাকায় হালকা শীত ও কুয়াশা পড়তে পারে
দেশের কিছু কিছু এলাকায় হালকা শীত ও কুয়াশা পড়তে পারে

দেশের কিছু কিছু এলাকায় হালকা শীত ও কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, আগামী ১০/১২ দিন দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেশের কিছু কিছু জায়গায় রাতে হালকা শীত পড়তে পারে এবং দেশের বিভিন্ন এলাকায় সামান্য কুয়াশা পড়তে পারে।

আগামী তিন দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্ট অংশ থেকে বিদায় নিতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৩৪ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৫৬ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিতে পারে। বাংলাদেশের অবশিষ্ট অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেয়ার অনুকূল অবস্থা বিরাজ করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
বৃষ্টিপাতের রেকর্ড, যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
টানা ৩ দিন যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
X
Fresh