• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ক্যাসিনো কেলেঙ্কারিতে অনিশ্চয়তার মুখে প্রিমিয়ার লীগ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৯, ১২:৪৭

ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের ঐতিহ্যবাহী বেশ কয়েকটি ক্রীড়া সংস্থা। অর্থ সংকট আর শীর্ষ কর্তারা আত্মগোপনে থাকায় সংশয় দেখা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ ঘরোয়া লীগে অংশগ্রহণ নিয়েও। দুই-একটি ক্লাব বাফুফের কাছে আবেদন করেছে দল বদলের সময় বাড়ানোর জন্য। বিষয়টি ভেবে দেখছে ফুটবল ফেডারেশন।

অতি লোভে তাঁতী নষ্ট। এই লোভই নষ্ট করেছে দেশের খেলাধুলার কয়েকটি ক্লাবের স্বাভাবিক কার্যক্রম। আর্থিক ব্যয় মেটাতে ক্যাসিনো আর মাদকের মতো অবৈধ পথ বেছে নেয় মোহামেডান, মুক্তিযোদ্ধা, আরামবাগ, ইয়ংমেনস, দিলকুশা, কলাবাগান, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, ওয়ারীর মতো নামি-দামি ক্লাবগুলো। অবৈধ অর্থের ঝনঝনানি বন্ধ হয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। গ্রেপ্তার হন মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দেন ক্যাসিনো চালানো অন্য ক্লাবের শীর্ষ কর্তারাও।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়েই ‘টর্চার সেল’ নামে কিছু নেই: ছাত্রলীগ (ভিডিও)
---------------------------------------------------------------

এ অবস্থায় অনিশ্চয়তায় পড়েছে প্রিমিয়ার লিগ ফুটবল খেলা ক্যাসিনো কাণ্ডে জড়িত বেশ কয়েকটি ক্লাবের অংশগ্রহণ। ঘরোয়া লিগের দলবদল শুরু হয়েছে চলতি মাসের ১ তারিখ থেকে, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে অবশ্য সাইনিং মানি জোগাড় করে দল গোছানোর চেষ্টা করছে মোহামেডান। তবে গা ঢাকা দেয়ায় অন্য ক্লাবের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, প্রিমিয়ার লিগে ক্লাবগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে দলবদলের সময় বাড়ানো যায় কিনা, সে সিদ্ধান্ত পরবর্তী সভায় নেবে বাফুফে।

ফুটবলপাড়ায় গুঞ্জন এবারের ঘরোয়া লিগে অংশ নাও নিতে পারে কয়েকটি ঐতিহ্যবাহী ক্লাব।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
অনিশ্চয়তায় কোহলিদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ!
এক ম্যাচেই ৭ উইকেট শিকার, যা বললেন রনি
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh