• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শোকাবহ বুয়েটে আজ ভর্তি পরীক্ষা, আন্দোলন শিথিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৯, ০৯:১৫
শোকাবহ বুয়েট আন্দোলন শিথিল ভর্তি পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হওয়ার পর ক্ষোভ ও শোকাবহ পরিস্থিতিতে আজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুয়েট প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তায় যান চলাচলে বিধিনিষেধ ও আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তুতির বিষয়ে বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. প্রাণকানাই সাহা জানান, ভর্তি পরীক্ষায় ১২ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেবে। অন্যান্য বছরের মতো এবারও আমরা ভর্তি প্রস্তুতির সব পদক্ষেপ শেষ করেছি। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাবের সদস্যদের সঙ্গে বৈঠক করেছে বুয়েটের নিরাপত্তা সংক্রান্ত কমিটি। তারা ক্যাম্পাসে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে।’

---------------------------------------------------------------
আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়েই ‘টর্চার সেল’ নামে কিছু নেই: ছাত্রলীগ (ভিডিও)
---------------------------------------------------------------

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আন্দোলন শিথিল করায় আশা করছি সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুয়েট প্রশাসন আন্দোলনকারীদের ৫ দফা দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করায় তারা আন্দোলন শিথিল করার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী গতকাল রোববার আন্দোলন কর্মসূচি শিথিল ছিল। আজ সোমবারও তা অব্যাহত থাকবে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আসনপ্রতি লড়বে ১৫ জন
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
X
Fresh