• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফের বাড়ছে পেঁয়াজের ঝাঁঝ, কমছে সবজির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৯, ২১:০১
পেঁয়াজের ঝাঁঝ কমছে সবজির

আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কেজিপ্রতি পাঁচ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা আর আমদানি করা পেঁয়াজ ৮০ টাকা।

এদিকে বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির তাই কমছে দাম। কমছে, মাছসহ প্রায় সব ধরনের মসলার দামও।

প্রকৃতিতে শীত আসতে না আসতেই বাজারে সরবরাহ বাড়ছে শীতকালীন সবজির। তাই মুলা, ফুলকপি, সিমসহ কমেছে প্রায় সব ধরনের সবজির দাম।

এদিকে পেঁয়াজ নিয়ে ভোগান্তি কমছে না ভোক্তাদের। সরবরাহ বাড়ার সাথে সাথে আবারও বেড়েছে দামও।

কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যান্ত কমেছে জিরা, দারচিনি, এলাচসহ অন্যান্য মসলার দাম।

এদিকে, নদীতে ইলিশ ধরা বন্ধ থাকায় বাজারে নেই ইলিশ। তবে তুলনামূলক কম দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মাছ।

গরু মাংসের দাম ঠিকঠাক থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়েছে খাসি ও ছাগলের মাংসের দাম। বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে আগের দামেই।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh