• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিলাপ করে কাঁদছেন আবরারের দাদা (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর ২০১৯, ২০:৩৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের দাদা বৃহস্পতিবার দুপুরে বিলাপ করে করে আল্লাহর কাছে নাতি হত্যার বিচার চাইলেন।

আবরারের দাদা আব্দুল গফুর বিশ্বাসের এখন বয়স ৮৭ বছর। তিনি চোখে কম দেখেন ও কানে খুবই কম শুনেন।

তিনি বলেন, আহারে আমার নাতিটাকে পিটিয়ে পিটিয়ে ওরা মেরে ফেলল, খুব কষ্ট দিয়ে মেরেছে। আমার নাতির কি অপরাধ? নাতীকে মারার পর তিনি অনেকটা পাগলের মত হয়ে গেছেন।

গফুর বিশ্বাস বলেন, আমার নাতি নাকি বলেছিল পদ্মা নদী বর্ষাকালে শুকিয়ে যায়, আর বর্ষায় আমাদের পানি দিয়ে ডুবিয়ে দেয় ভারত। এ কথা তো সকলে কয়। তার জন্য তাকে এভাবে মাইরে ফেলা হলো। ও আল্লাহ আল্লাহরে তুমি এর বিচার করবা, তোমার কাছে বিচার দিলাম।

তিনি বলেন, আমার নাতি নাকি শিবির করে? সে কোন দল করে না। লেখাপড়া ছাড়া সে কিছু বুঝতো না।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জেরে আবরারকে গত রোববার রাতে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করা হয়।

ওইদিন রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির করিডোর থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাকে গাছে বেঁধে ছেলেকে পিটিয়ে হত্যা, ব্যাংক কর্মকর্তা আটক
পাবনায় এক ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা
মহাদেবপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
স্বামীকে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
X
Fresh