• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বুয়েটের ভিসির তথ্য দিলেন ওবায়দুল কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ অক্টোবর ২০১৯, ১৪:৪৬
বুয়েট ভিসি
বুয়েট ভিসি সাইফুল ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে দফায় দফা নির্যাতন চালিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর উত্তাল ক্যাম্পাস। পুরো ক্যাম্পাসজুড়ে বর্তমানদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছেন সাবেক শিক্ষার্থীরাও।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক একেএম মাসুদ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। যোগ দেন ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডাব্লিউ) ড. অধ্যাপক মিজানুর রহমানও।

তার আগে সোমবার বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে আবারারের জানাজাও সম্পন্ন হয়। এতসব কিছুর পরও বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

ভিসির মোবাইল ফোনে দফায় দফাল কল দিলেও তাকে পাওয়া যাচ্ছিল না। ছাত্রকল্যাণ পরিচালকের কাছেও ভিসিকে নিয়ে জানতে চাওয়া হয়েছিল, তিনিও সঠিক উত্তর দিতে পারেননি।

অবশেষ মঙ্গলবার দুপুরে উপাচার্য অসুস্থ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম অসুস্থ বলে এখনও শিক্ষার্থীদের কাছে যাননি, তবে তিনি যাবেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নকল ধরতে বুয়েটের বিশেষ যন্ত্র 
বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম আদনান তামিম
বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বুয়েটে ভর্তি হয়েও গানের টানে শান্তিনিকেতনে চলে যান সাদি মহম্মদ
X
Fresh