• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আবরার হত্যা : পুরো ভিডিও পেলো শিক্ষার্থীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ অক্টোবর ২০১৯, ০৯:১৮
পুরো ভিডিও পেলো শিক্ষার্থীরা
পুরো ভিডিও পেলো শিক্ষার্থীরা ।। ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবরার হত্যার ঘটনায় পুরো ভিডিও শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে পুরো ভিডিও।

এর আগে সন্ধ্যায় কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ হল প্রশাসন দেয়। কিন্তু শিক্ষার্থীরা পুরো ভিডিওর দাবিতে সেটি প্রত্যাখ্যান করে প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করতে আসলে পুলিশ সদস্যদের ধাওয়া দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের পুরো ভিডিও তুলে দেয়া হয়। শিক্ষার্থীরা জানান, বর্তমান ভিডিও সাইজ ৩২ জিবি।

গেল রোববার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শের-ই-বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, দিবাগত রাতে বুয়েটের শের-ই বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। এ ঘটনার সিসিটিভির সব ফুটেজ প্রকাশ করতে শিক্ষার্থীরা দাবি তোলেন। কিন্তু শের-ই বাংলা হল প্রশাসন সেসময় ভিডিও ফুটেজ প্রকাশ করতে অনীহা দেখায়।

আবরার হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যার পর চক বাজার থানায় হত্যা একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকতুল্লাহ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh