• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বুয়েট থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ অক্টোবর ২০১৯, ০৯:৫৭

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মৃত আবরার ফাহাদ (২১) কুষ্টিয়া সদর উপজেলার মুক্তিযোদ্ধা রোডের বরকত উল্লাহর ছেলে। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল এবং শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতো।

চকবাজার থানার এসআই দেলোয়ার হোসেন জানায়, ভোরে খবর পেয়ে বুয়েটের শেরেবাংলা হলের উত্তর ব্লকের ২য় তলার সিঁড়ি থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময় তাকে পিটিয়ে হত্যা করে ফেলে রাখা রেখেছে কেউ। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর বিষয়ে আরও ধারণা পাওয়া যাবে।

এদিকে, রোববার রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা। তাদের অভিযোগ, রাত ৮টার দিকে শেরে বাংলা হলের এক হাজার ১১ নম্বর রুম থেকে কয়েকজন ফাহাদকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাদের ধারণা, হলের দুই হাজার ১১ নম্বর রুমে ফাহাদকে নিয়ে পেটানো হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh