• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ অক্টোবর ২০১৯, ০৯:০৮
ইসমাইল চৌধুরী সম্রাট

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এসময় তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করা হয়।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পরিচালক (মিডিয়া) লে. কর্নেল সারোয়ার বিন কাশেম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার (৬ অক্টোবর) তাকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছে র‌্যাব।

এর আগে গতকাল শনিবার (৫ অক্টোবর) ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তারে ‘শিগগিরই’ সফল হওয়ার আশা প্রকাশ করেন।

সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্রাট হোক, যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নেব। আমি এটা এখনও বলতেছি, সম্রাট বলে কথা নয়, যে আইনের ... তাকে আমরা নেব। আপনারা দেখবেন, খুব শীঘ্রই দেখবেন।

গেল ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় রয়েছে যুবলীগের এই নেতা। সেসময় বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, মতিঝিলের ক্লাবপাড়ায় যে ক’টি ক্যাসিনো চলছিল, তা থেকেও প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ চাঁদা যুবলীগ নেতা সম্রাটের কাছে যেত।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh