• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের জন্য মিয়ানমার এখনও নিরাপদ নয়: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ অক্টোবর ২০১৯, ২৩:৪৬
ফাইল ফটো (যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস থেকে নেয়া)

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমার এখনও নিরাপদ নয় বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ও তদন্তকারী ইয়াং হি লি।

তিনি শুক্রবার জাতিসংঘের সাধারণ সভায় উপস্থাপিত এক প্রতিবেদনে এই কথা জানান বলে জানিয়েছে ইরানের নিউজ সাইট পার্সটুডে।

ইয়াং হি লি বলেন, নিজেদের দেশে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।

তিনি বলেন, মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে এখনও যেসব রোহিঙ্গা আছে, তাদের ওপর নির্যাতন ও নিপীড়ন অব্যাহত আছে।

জাতিসংঘের বিশেষ দূত বলেন, রোহিঙ্গারা তাদের গ্রাম ছেড়ে চলে গিয়েও ভালোভাবে জীবনযাপন করতে পারছে না। তারা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ করতে ভারতীয় উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
---------------------------------------------------------------

তিনি বলেন, তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণগুলোও কমছে। এটি অব্যাহত থাকলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিরাপদ বা টেকসই হবে না।

ইয়াং হি লি বলেন, পরিবার-গণনা প্রক্রিয়ার প্রশাসনিক রেকর্ড থেকে রোহিঙ্গাদেরকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সম্ভাবনা কমে যাচ্ছে।

তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে জাতীয় শনাক্তকরণ কার্ড দেয়ার কথা বলছে। কিন্তু এতে রোহিঙ্গাদের নাগরিকত্ব পাওয়ার বিষয়টির সমাধান হবে না।

২০১৭ সালে আগস্ট মাসে মিয়ানমারের সামরিক বাহিনী দমনপীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসে।

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
X
Fresh