• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিফাত হত্যা মামলার পলাতক আসামিদের মালপত্র জব্দের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ অক্টোবর ২০১৯, ১৬:৩২
রিফাত হত্যা মামলার পলাতক আসামিদের মালপত্র জব্দের নির্দেশ
ফাইল ছবি

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পলাতক আট আসামির মালপত্র জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন। একইসঙ্গে মালপত্র জব্দ করা হয়ে কি না তা আগামী ১৬ অক্টোবর আদালতকে জানাতে বলেছেন।

এদিকে আজ আদালতে আসামি রাকিবুল হাসান, রিফাত ফরাজী, রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়ের পক্ষে জামিন আবেদন করা হয়। তবে বিচারক তা নাকচ করে দেন। শুনানি শেষে তাদের আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

এ মামলায় জামিনে থাকা আসামি রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান আদালতে হাজিরা দেন।

গত ২৬ জুন বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। যার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনার পর দিন রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা করেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh