• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীতে দুই ঘণ্টার বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি, তীব্র যানজট (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ অক্টোবর ২০১৯, ১৭:৫৭

রাজধানীতে টানা দুই ঘণ্টার বৃষ্টিতে নগরীর অধিকাংশ সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ মঙ্গলবার দুপুরে ৪৫.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রাজধানীর রামপুরা, বাড্ডা, খিলগাঁও, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, মগবাজার, মোহাম্মাদপুর, মতিঝিল, কাজীপাড়া, গেন্ডারিয়া, টিকাটুলি, বিজয় সরণী, রোকেয়া সরণী এবং আরামবাগসহ অনেক এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়েন নগরবাসী।

জলযট এবং পরিবহন সংকটের কারণে নগরবাসী বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা তাদের গন্তব্যে পৌঁছতে মারাত্মক ভোগান্তির সম্মুখীন হয়েছে।

এদিকে মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত গত ৬ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৬২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh