logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২ | আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৭
একদিনের ব্যবধানে দেশে পেঁয়াজের দাম কেজিতে প্রায় ৪০ টাকা বেড়েছে। মাত্র ২৪ ঘণ্টায় অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেট ও বাজার নজরদারির অভাবকে দুষছেন ক্রেতারা। এদিকে রাজধানীতে ৩৫টি পয়েন্টে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি।

বাণিজ্য সচিব  মো. জাফর উদ্দীন জানান, পর্যাপ্ত মজুদ থাকায় দু-এক দিনের মধ্যেই পেঁয়াজের দাম কমবে।

ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করলে দেশের অন্যতম দুই স্থলবন্দর বেনাপোল ও হিলির আমদানিকারকরা দাম বাড়িয়ে দেয়। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকাররা একরাতের ব্যবধানে পণ্যটির দাম কয়েকদফা বাড়ান। যার প্রভাব পড়ে সারা দেশের খুচরা বাজারে। 

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে এসে রীতিমতো হোঁচট খান সাধারণ ক্রেতারা।

পাইকাররা বলছেন, দ্রুত অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করা না গেলে দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। 

এ অবস্থায় স্বল্প আয়ের মানুষদের জন্য সারাদেশে নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রির ট্রাকের সংখ্যা বাড়াতে যাচ্ছে টিসিবি। এসব ট্রাক থেকে ৪৫ টাকা কেজি দরে প্রত্যেকে দৈনিক ২ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এরইমধ্যে তুরস্ক ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। যা বাজারে এলে দ্রুত দাম কমবে। 

পরিস্থিতির সুযোগ নিয়ে বাজার কারসাজির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেন বাণিজ্য সচিব।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়