• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ১২৭ মিলিয়ন ডলার সহায়তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৫
রোহিঙ্গা যুক্তরাষ্ট্র ১২৭ মিলিয়ন

মিয়ানমারের আরাকান রাজ্য থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ১২৭ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বার্তায় এ ঘোষণা দেন।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আর্ল রবার্ট মিলার বলেন- ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র আরও ১২৭ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। ২০১৭ সালের সহিংসতার পর থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় এ নিয়ে যুক্তরাষ্ট্র মোট ৬৬৯ মিলিয়ন ডলার সহায়তা দিল। আর এ সহায়তার মধ্যে ৫৫৩ মিলিয়ন ডলার বাংলাদেশে নেওয়া কর্মসূচিতে ইতোমধ্যে ব্যয় করা হয়েছে।’

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান তিনি।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
X
Fresh