• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গণপূর্ত মন্ত্রণালয়ের ৮০ শতাংশ টেন্ডারই ছিল শামীমের দখলে (ভিডিও)

সেলিম মালিক

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫০

কমিশন বাণিজ্য করে টেন্ডার বাগিয়ে নেয়ার ওস্তাদ ছিলেন জি কে শামীম। ই-টেন্ডার প্রক্রিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের ৮০ শতাংশ টেন্ডারই দখলে নিতেন তিনি।

এজন্য কর্মকর্তাসহ সবপক্ষকে খুশি রাখতে ঘুষ দিতেন টেন্ডার মূল্যের এক থেকে পাঁচ শতাংশ। বিশ্লেষকরা বলছেন দেশ থেকে জি কে শামীমদের উৎখাত করতে হোতাদের আগে নির্মূল করতে হবে।

গেলো শুক্রবার র‌্যাবের অভিযানে নগদ ১০ কোটি টাকা এবং ২০০ কোটি টাকার চেক ও এফডিআরসহ আটক হন, ‘টেন্ডার শামীম’ নামে খ্যাত জি কে শামীম।

এরপরই একে একে আসতে থাকে গণপূর্তসহ সরকারের নানা প্রকল্পে টেন্ডার বাণিজ্যে করে তার শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার খবর।

শামীমের টেন্ডার কশিনের ভাগ পেতেন মন্ত্রণালয়ের কর্মকর্তা থেকে শুরু করে পাতি নেতারাও। আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ‘বালিশ কাণ্ডে’র হোতাও তিনি।

সরকারি প্রকল্পে ট্রেন্ডার প্রক্রিয়া স্বচ্ছ করতে ২০১১ সাল থেকে ই-টেন্ডার পদ্ধতি চালু হলেও নানা কৌশলে সেসব বাগিয়ে নিতেন শামীম।

সাবেক সচিব আবু আলম মো. শহিদ খানের মতে শামীমদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ।

টেন্ডার প্রক্রিয়ায় সুশাসন ফিরিয়ে আনতে অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দিলেন তারা।

পাশাপাশি সরকারের এমন শুদ্ধি অভিযান সারা বছর ধরে চলমান রাখারও আহ্বান বিশ্লেষকদের।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা, মিলবে ১০ কোটি টাকার মধু
X
Fresh