• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অতিরিক্ত বৃষ্টিপাতে ৫০ লাখ টাকা শেষ! (ভিডিও)

নেত্রকোনা প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

মেরামতের এক মাস না পেরোতেই আবারও বেহালদশা নেত্রকোনা-কেন্দুয়া সড়কের। রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী, অনিয়ম আর দুর্নীতির অভিযোগ করেছেন এলাকাবাসী। দুই কোটি ৫০ লাখ টাকার সংস্কার কাজের অনিয়মের কথা অস্বীকার করে অতিরিক্ত বৃষ্টিপাতকেই দুষলেন প্রকল্পের কর্মকর্তারা।

২৮ কিলোমিটার দৈর্ঘ্যের নেত্রকোনা-কেন্দুয়া সড়কটির ৬ কিলোমিটার অংশের উন্নয়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। রাস্তার অবস্থা খারাপ থাকায় দু’বার মেরামত কাজ শেষ হয় আগস্টে। কিন্তু রাস্তা আবার ভেঙে খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও পিচ উঠে গেছে।

বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন এলাকাবাসী।

নেত্রকোনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. দিদারুল আলম তরফদার সড়কটির দুরবস্থার কথা স্বীকার করে দায় চাপালেন বৃষ্টিপাতের ওপর।

চলাচল দুর্ভোগ কমিয়ে আনতে পুনরায় মানসম্মত ও দুর্নীতি মুক্ত হয়ে রাস্তা ঠিক করার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

জিএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh