• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৯

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আট দিনের এবারের সফরে সাধারণ অধিবেশনে যোগদান ছাড়াও অংশ নেবেন বাংলাদেশি প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানেও। এছাড়া অধিবেশনের পাশাপাশি বেশ কয়েকটি রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণ উপলক্ষে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সকাল থেকেই ভিড় করতে থাকেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে আসেন সাধারণ মানুষও।

স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে চারটায় নিউইয়র্কের বিমান বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে সরাসরি ম্যাডিসনের হোটেল লোট্টে নিউ ইয়র্ক প্যালেসে যান প্রধানমন্ত্রী।

সেখানে তাকে স্বাগত জানান অপেক্ষমান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীর। শুভেচ্ছা জানাতে আসেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তারাও।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন উদযাপন ভক্তদের
বিলিয়নেয়ারদের সংখ্যায় বিশ্বে তৃতীয় মুম্বাই
নিউইয়র্কে বসেই স্বামী হারানোর খবর পেলেন খালিদের স্ত্রী
ইলিয়াসকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ
X
Fresh