• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এবার গোল্ডেন ড্রাগন বারে পুলিশের অভিযান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৪
গোল্ডেন ড্রাগন বারে পুলিশের অভিযান
এবার গোল্ডেন ড্রাগন বারে পুলিশের অভিযান

রাজধানীর বাংলামোটরে গোল্ডেন ড্রাগন বারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পৌনে ৮টা থেকে এ অভিযান চালানো হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চলছে।

এর আগে মগবাজারের পিয়াসী বারে অভিযান চালিয়েছে পুলিশ। তবে সেখানে অবৈধ কিছু পায়নি তারা।

অভিযান শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, পিয়াসী বারে অবৈধ কোনও জুয়ার আসর বা ক্যাসিনো নেই। এদের বারের অনুমোদন আছে এবং এখানে যারা আসেন তারাও বৈধ গ্রাহক। এজন্য কোনও আইনি ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

এর আগে বিকেলে রাজধানীর ফুওয়াং ক্লাবে অভিযান চালিয়ে কোনও ক্যাসিনো বা জুয়ার আসর পায়নি তেজগাঁও পুলিশের ক্রাইম বিভাগ ও ডিবি পুলিশ। যদিও ক্লাবটিতে দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো চলছিল বলে অভিযোগ পেয়েছিল পুলিশ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ফুওয়াং ক্লাবে ক্যাসিনো কিংবা জুয়ার মতো কোনও আলামত পাইনি। এখানে একটা বার রয়েছে। বার পরিচালনার অনুমোদনও তাদের রয়েছে। অবৈধ কোনও কিছু না পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২৩ কোটি টাকার মামলায় সম্রাটের স্থায়ী জামিন
X
Fresh