• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ক্লাবে ক্যাসিনো বন্ধের আহ্বান আগেই জানিয়েছিলাম : খোকন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫
মেয়র মোহাম্মদ সাইদ খোকন ।। ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন ক্লাবে ক্যাসিনো বাণিজ্য বন্ধে ক্লাবগুলোর প্রতি অনেক আগেই আহ্বান জানিয়েছিলেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাইদ খোকন।

তিনি আরও দাবি করেন, ঢাকা দক্ষিণের ক্যাসিনোগুলো বন্ধসহ এ ব্যবসার সঙ্গে জড়িত ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে জানিয়েছিলেন।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএসসিসি নগর ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রমজান মাসে মদ, জুয়া খেলা- এসব অনৈতিক কার্যকলাপ পরিচালনা থেকে বিরত থাকার জন্য আমি ক্লাবগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং এ বিষয়ে প্রচারণা চালাই কিন্তু কোনও কাজ হয়নি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান অভিযানকে আমি সাধুবাদ জানাই। এই অভিযানের সফল পরিসমাপ্তি ঘটবে বলে আশা করি।

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একে এম মমিনুল হক সাঈদের নাম এসেছে। এ বিষয় নিয়ে মেয়রের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই কাউন্সিলরের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুই মাস আগেও চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু এর কোনও অগ্রগতি দেখতে পাইনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh