• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বঙ্গভবনে আওয়ামী লীগ প্রতিনিধি দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৭, ১৬:২০

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল। বুধবার বিকেল ৪টায় প্রতিনিধি দল সেখানে পৌঁছে।

নতুন নির্বাচন কমিশন গঠনে গেলো ২০১৬ সালের ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আলোচনার জন্য ২৩টি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়। ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে ইসি গঠনে সংলাপ শুরু হয়। আজ আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে শেষ হচ্ছে সংলাপ।

২০১২ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেন। আসছে ৮ ফেব্রুয়ারি বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষের আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh