• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ স্বর্ণালী যুগ তৈরি করবে: রেলমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮
চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ স্বর্ণালী যুগ তৈরি করবে রেলমন্ত্রী
ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ স্বর্ণালী যুগ তৈরি করবে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ বন্ধ হয়ে গিয়েছিল। বললেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ শনিবার দুপুরে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের জন্য চিলাহাটি থেকে সীমান্ত পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় রেলপথটি চালু হচ্ছে। এ পথ দিয়ে সহজেই মানুষজন দার্জিলিং এবং কলকাতা যেতে পারবেন।

এ সময় উপস্থিত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেন, ভারত সরকার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে। রেলপথ চালু হলে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বন্ধুত্বের সম্পর্ক আরও উন্নত হবে।

পরে মন্ত্রী চিলাহাটি রেলস্টেশনসহ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। আগামী বছরের জুলাইয়ের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা ঘটেছে : রেলমন্ত্রী
ঈদের আগে ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন রেলমন্ত্রী
ট্রেনের ভাড়া বৃদ্ধির গুজব ছড়াচ্ছে বিএনপি : রেলমন্ত্রী
মন্ত্রী হওয়ার পর দেখলাম ভেতরটা একদম ফাঁকা : রেলমন্ত্রী
X
Fresh