• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফুটপাতে হকার বসবে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৭, ১৫:৪৬

জনগণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে দিনের বেলায় কোনো হকার ফুটপাতে বসতে পারবে না। তবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বসতে পারবে। আসছে রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন।

বুধবার সকালে ডিএসসিসিতে হকার্স পুনর্বাসন ও হলিডে মার্কেট চালুর বিষয়ে হকারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, সাপ্তাহিক কর্মদিবসে দিনের বেলায় হকার ফুটপাতে বসতে পারবে না। তবে অফিস ছুটির দেড় ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টায় অবস্থানভেদে তারা ব্যবসা করতে পারবে। এছাড়া সিটি করপোরেশনের তালিকাভুক্ত কোনো হকার পেশা ছেড়ে চাকরি বা বিদেশ যেতে চাইলে তাকে সবরকম সহযোগিতা করা হবে।

মেয়র বলেন, কর্মদিবসে ফুটপাতে হকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত আসছে রোববার থেকে কার্যকর হবে। যদি কোনো হকার এ সিদ্ধান্ত অমান্য করে তাহলে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে সবরকম সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, সিটি করপোরেশন যে ৫টি হলিডে মার্কেট চালু করেছে সেগুলো সপ্তাহে একদিন চালু থাকবে। বড় মার্কেটগুলো যেদিন বন্ধ থাকবে, সেইদিন ওই এলাকায় হকাররা বসতে পারবে কি না- সে বিষেয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh