• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জি কে শামীমকে গুলশান থানায় হস্তান্তর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৫
জি কে শামীম
জি কে শামীমকে গুলশান থানায় হস্তান্তর ।। ফাইল ছবি

টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক যুবলীগ নেতা জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে তাদের গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই মো. সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে তিনটি মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের অফিসে অভিযান চালিয়ে থেকে তাকে র‌্যাব আটক করে। ওই অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত), মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি র‌্যাব হেফাজতে
---------------------------------------------------------------------

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, জি কে শামীমকে টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি, কোর্টে তার বক্তব্য সঠিক হলে তিনি ছাড়া পাবেন।

তিনি আরও বলেন, আমরা তথ্য পেয়েছি তার নগদ টাকা অবৈধ উৎস থেকে এসেছে। কিন্তু এটা সত্য-মিথ্যা প্রমাণ করার দায়িত্ব তার। তিনি এটা কোর্টের সামনে প্রমাণ করবেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি কে শামীমের জামিন
X
Fresh