• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ধানমন্ডি ক্লাব ২৪ ঘণ্টার জন্য সিলগালা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৪
ধানমন্ডি ক্লাব ২৪ ঘণ্টার জন্য সিলগালা
র‌্যাবের সংবাদ সম্মেলন

রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডকে আগামী ২৪ ঘণ্টার জন্য সিলগালা (বন্ধ) করে দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার রাত ১০টার পর ধানমন্ডি ক্লাবে অভিযান শেষে র‌্যাবের কোম্পানি কমান্ডার এসপি শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ক্লাবে একটি বার রয়েছে। তবে ক্লাবটি বন্ধ থাকায় রেজিস্ট্রারের সঙ্গে বারের অনুমোদন অনুযায়ী লিকারের স্টক মিলাতে পারিনি। তাই র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম ক্লাবটির বার ২৪ ঘণ্টার জন্য সিলগালা করে দিয়েছেন।

তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর থেকে আমাদের অভিযান চলছে। সেই ধারাবাহিকতায় ধানমন্ডি ক্লাবে অভিযান চালানো হয়। আমরা এখানে বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়েছি।

তিনি আরও বলেন, এ ক্লাবে বিভিন্ন ধরনের জুয়া খেলা হয়, সে বিষয়ে আমরা তাদের সতর্ক করেছি। বার বন্ধ থাকায় কী পরিমাণ মদ মজুদ আছে তা মিলিয়ে দেখা সম্ভব হয়নি, যতক্ষণ পর্যন্ত মজুদ মিলিয়ে না দেখা হবে ততক্ষণ পর্যন্ত ক্লাবটি সিলগালা থাকবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় পেয়ে যা বললেন চিত্রনায়িকা পলি
গণ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন যেভাবে
খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
জাবিতে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর দাবিতে মানববন্ধন
X
Fresh