• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কলাবাগান ক্রিড়াচক্র থেকে ভিন্ন ধর্মী ইয়াবা ও অস্ত্র উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫২
কলাবাগান ক্রিড়াচক্র থেকে ভিন্ন ধর্মী ইয়াবা ও অস্ত্র উদ্ধার
র‌্যাবের অভিযান

কলাবাগান ক্রিড়াচক্র থেকে অবৈধ অস্ত্র, ক্যাসিনোর সরঞ্জামসহ ভিন্ন ধর্মী ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-২। এ সময় ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার কলাবাগান ক্রিড়া চক্রে অভিযান শেষে র‍্যাব-২ এর সিও আশিক বিল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, শুক্রবার দুপুরের পর থেকে র‍্যাব-২ এর সদস্যরা অবস্থান নেয় কলাবাগান ক্রিড়া চক্রের সামনে। গোয়েন্দা মাধ্যমে আমাদের কাছে তথ্য ছিল ক্রিড়া চক্রের ব্যানারের আড়ালে এখানে বিভিন্ন অনুমোদনহীন কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। আর এই খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে আমরা জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন কয়েন, আমেরিকান গোল্ডেন কার্ড ৫৭২ প্যাকেট, বিদেশি একটি পিস্তল, তাজা গুলি এবং ভিন্নধর্মীয় হলুদ রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। যা আগে কখনো দেখা যায়নি।

র‌্যাব সিও বলেন, আমরা ধারণা করছি র‌্যাবের আসার খবর পেয়ে ক্যাসিনো’র মূল সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে। তবে ক্যাসিনো খেলার কয়েনসহ অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, অভিযান চালানোর সময় সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। বাকি চার জন এখানকার স্টাফ। তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করা হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh