• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাজারে বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁজ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৫

বাজারে বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁজ। সপ্তাহের ব্যবধানে ২৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কমবে না দাম। এদিকে, বাড়তির দিকে সবজির দাম। চিনি ও সয়াবিনের দাম বেশ খানিকটা বাড়লেও কমেছে ডাল ও ইলিশ মাছের দাম।

রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকটাই থমকে যায়। এতে, বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। তবে, এরই মধ্যে মিয়ানমার থেকে কয়েকশ টন আমদানি করা হলেও বাজারে পড়েনি এর কোনো প্রভাব। বরং, সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
---------------------------------------------------------------

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানালেন, সরবরাহ টান পড়ায় লাগামহীন পেঁয়াজের দর।

তাই পেঁয়াজের ঝাঁজ চরমে খুচরা বাজারে। বেকায়দায় ভোক্তারা।

এদিকে, ওঠা-নামায় সবজির দর। ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে না কোনো সবজি।

সপ্তাহের ব্যবধানে, চিনি ও সয়াবিন তেলের দাম বেড়েছে পাঁচ টাকা করে। কমছে, ডালের দাম। দাম কমেছে ইলিশের। তবে বাড়তির দিকে অন্যান্য মাছের দাম।

এদিকে, ২০ টাকা বেড়েছে ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম। তবে গরু, খাসি ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
বাজারে এল শাওমির নতুন পোকো ফোন
বাঁচানো গেল না সোনিয়াকে, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের সবার মৃত্যু
X
Fresh