• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ক্যাসিনোর সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৪
ক্যাসিনোর সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে প্রশাসনের কেউ জড়িত বা সহযোগিতা করেছে এমন তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথ বলেন।

রাজধানীর গুলশান এলাকা থেকে বুধবার অবৈধভাবে ‘ক্যাসিনো’ চালানোর দায়ে ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি নগরীর ফকিরাপুলের ইয়ংম্যান’স ক্লাবেরও প্রেসিডেন্ট।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত একটি ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করার পর খালিদকে গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযান চালানো হয়েছে। আগামীতে সকল অবৈধ ব্যবসা ও অবৈধ ক্লাবে অভিযান চলবে।

তিনি বলেন, ক্যাসিনোর কোনো লাইসেন্স আমরা দেইনি। কিন্তু ঢাকায় অনেকদিন ধরেই কতগুলো ক্যাসিনো চলছে। ক্যাসিনো দিতে হলে সরকারের অনুমতি লাগে। এজন্য অভিযান চালানো হয়েছে।

এসব অবৈধ ক্যাসিনো ব্যবসার সাথে সরকার দলীয় প্রভাবশালীরাই জড়িত এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, তদন্তের পর বেরিয়ে আসবে কারা জড়িত। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ ফাঁড়িতে এমপির বিরুদ্ধে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের পেটানোর অভিযোগ
শেখ হাসিনা দুর্বল হলেই দেশবিরোধী শক্তির উত্থান হবে : শেখ পরশ
বিদেশি কোনো প্রভুর ইন্ধনে ভারত বিরোধিতা করছে বিএনপি : শেখ পরশ
বিএনপি-জামাতের উদ্দেশ্য জনগণের ওপর অত্যাচার : শেখ পরশ
X
Fresh