• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মেঘালয়ের গভর্নরের সঙ্গে বৈঠক বাংলাদেশের তথ্যমন্ত্রীর

অনিকেত রহমান, কলকাতা প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩
বাংলাদেশ, ভারত
ছবি: আরটিভি অনলাইন

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের মেঘালয় রাজ্যের গভর্নর তথাগত রায় দুই দেশের বন্ধুত্ব ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পর্যটন শিল্পের বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন।

হাছান মাহমুদ কলকাতা-আগরতলা-শিলং সফরের শেষদিন বুধবার সকালে মেঘালয়ের রাজধানী শিলংয়ে তথাগত রায়ের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠক করেন। মন্ত্রীর স্ত্রী নূরান ফাতেমা এবং গভর্নরের স্ত্রী অনুরাধা রায় এসময় উপস্থিত ছিলেন।

এসময় মেঘালয়ের গভর্নর বলেন, পাহাড় ঘেরা মেঘালয় বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় পর্যটন অঞ্চল। আবার যোগাযোগ সুবিধা ভালো হলে এখানকার মানুষ সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশের বিভিন্ন অংশে বেড়াতে যেতে পারবে।

তার এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন হাছান মাহমুদ। মন্ত্রী পর্যটন বিকাশের জন্য বাংলাদেশ সরকারের আন্তরিকতার কথা জানান। তিনি এসময় আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে অংশ নিতে গভর্নরকে আমন্ত্রণ জানান।

বৈঠককালে গভর্নর তার লেখা ‘যে দেশ আমাদের ছিল’ বইটি হাছান মাহমুদকে উপহার দেন। অন্যদিকে তথাগত রায়কে নৌকা স্মারক, ঐতিহ্যবাহী নকশীকাঁথা ও জামদানি উপহার দেন মন্ত্রী।

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
X
Fresh