• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বেঙ্গল গ্রুপের পরিচালকসহ ১৩৬ জন সিআইপি কার্ড পেলেন (ভিডিও)

সেলিম মালিক

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি কার্ড পেলেন বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ূন কবির বাবলু। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে হুমায়ুন কবির বাবলু, লাবীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীরসহ ১৩৬ জন ব্যবসায়ীকে এ কার্ড প্রদান করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এছাড়া, এফবিসিসিআইয়ের নির্বাচিত ৪৬ জনকেও এ সম্মাননা দেয়া হয়।

স্বাধীনতার পর তলাবিহীন ঝুড়ির তকমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক রপ্তানি বাণিজ্যে চমক দেখিয়েছে বাংলাদেশ। গেল অর্থবছরেও ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি নিয়ে রপ্তানি আয় হয়েছে চার লাখ ৫৩ হাজার কোটি ৫০ লাখ ডলার। আর এর পেছনে রয়েছে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের নিরলস প্রচেষ্টা।

দেশের রপ্তানি বাণিজ্যের এসব মহানায়ককে সম্মানিত করতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি কার্ড প্রদান করলো বাণিজ্যমন্ত্রণালয়। এবার বেঙ্গলগ্রুপের পরিচালক হুমায়ূন কবির বাবলুসহ ১৮২ জন ব্যবসায়ীকে প্রদান করা হয় এ সম্মাননা।

সিআইপিরা জানান, অবকাঠামোসহ সরকারের নীতি সহায়তা আরও বাড়ানো গেলে ত্বরান্বিত হবে রপ্তানি বাণিজ্য।

আগামীতে রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নেয়ার পেছনে বাধা দূর করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়াতে নানা কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলদস্যুদের দাবি ৫০ লাখ ডলার!
X
Fresh