• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেডিকেল-বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নিয়ে বিপাকে শিক্ষার্থীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২২
মেডিকেল-বুয়েট ভর্তি পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ পরপর হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। তারা মেডিক্যাল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি তুলেছেন।

জানা গেছে, আগে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ছিল ৪ অক্টোবর। আর বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ছিল ৫ অক্টোবর। স্বাস্থ্য অধিদপ্তর প্রথমে ভর্তি পরীক্ষা না পেছানোর সিদ্ধান্তে অনড় থাকায় বুয়েট কর্তৃপক্ষ তাদের পরীক্ষা পিছিয়ে ১৪ অক্টোবর নির্ধারণ করেন। কিন্তু দুর্গাপূজার কারণে মেডিকেল পরীক্ষা পিছিয়ে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়। এছাড়া ১২ অক্টোবর চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (চুয়েট) ভর্তি পরীক্ষা রয়েছে।

ইতোমধ্যে হিন্দু সম্প্রদায়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক পূর্ব নির্ধারিত ৪ অক্টোবর মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছেন।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এই তিনটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই দেশের দূরবর্তী জেলাগুলোর শিক্ষার্থীরা একদিন পরে পরীক্ষা হলে সেখানে সময়মতো পৌঁছে পরীক্ষা দিতে পারবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির ভর্তি পরীক্ষার ফল যেভাবে জানবেন
X
Fresh