• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সপ্তাহে ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জানুয়ারি ২০১৭, ১৫:৪৮

গেলো ৩ মাসে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের সংখ্যা ৬৫ হাজার। এদের মধ্যে এক-তৃতীয়াংশ (২২ হাজার) রোহিঙ্গা গেলো সপ্তাহে বাংলাদেশে প্রবেশ করেছে।

জানালো জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক কার্যালয়। সোমবার সংস্থাটির সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গেলো সপ্তাহে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে প্রায় ২২ হাজার রোহিঙ্গা। এছাড়া গেলো ৩ মাসে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ৬৫ হাজার বলে জানা গেছে। এরা ক্যাম্প এবং স্থানীয় বাসিন্দাদের আশ্রয়ে আছেন।

এদিকে, প্রতিবেদন প্রকাশের আগেই মিয়ানমার সফর শুরু করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত ইয়ানঘি লী। মিয়ানমারের সহিংস পরিস্থিতি পর্যবেক্ষণে ১২ দিনের সফরে দেশটি সফরে গেছেন তিনি।

গেলো বছর অক্টোবরে মিয়ানমারে ৯ পুলিশ সদস্য নিহতের ঘটনায় রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালায় দেশটির সেনাবাহিনী। এতে অনেক মানুষ মারা গেছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে হাজারো রোহিঙ্গা। যদিও মিয়ানমার সরকার বরাবরই অস্বীকার করে আসছে এ নির্যাতনের অভিযোগ।

এফএস/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh