• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হত্যার জন্যই দ্বিতীয়বারের মতো চাপা দেয় ভিক্টর পরিবহনের বাসটি?

আরাফাতুর রহমান, আরটিভি

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩২
পারভেজ রব হত্যা

আটদিন পার হলেও সঙ্গীতশিল্পী ও সুরকার পারভেজ রব হত্যা মামলার মূল আসামি বাসচালক ও বাসমালিককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একই কোম্পানির বাসচাপায় নিহত হয়েছেন পারভেজ রবের বন্ধু মেহেদি হাসান। আর পঙ্গু হওয়ার পথে ছেলে আলভী। বলছেন, তাদের হত্যার জন্যই দ্বিতীয়বারের মতো চাপা দেয় ‘ভিক্টর পরিবহন’র বাসটি।

ডায়েরিতে পারভেজ রবের নিজ হাতে লেখা দেশাত্মবোধক গানগুলো এখনও রয়ে গেছে। গেলো বৈশাখেও নিজের লেখা গানগুলো গেয়েছেন তিনি।

বাসার অ্যালবামে কর্মময় জীবনের ছবি ঘেঁটে এখন সময় কাটে পরিবারের। এক সপ্তাহের ব্যবধানে বাবা, ছেলের বন্ধু ও পঙ্গু ছেলেকে নিয়ে ভেঙে পড়েছেন মা।

পরিবারটির এখন রুটিন কাজ হচ্ছে বিচারের দাবিতে প্রতিদিন একবার করে উত্তরা পশ্চিম ও তুরাগ থানায় যাওয়া। যদিও গত আটদিনে থানা থেকে তেমন সাড়া পাননি তারা।

-------------------------------------------------------------------
আরো পড়ুন: আবারও বেড়েছে পেঁয়াজের দাম (ভিডিও)
-------------------------------------------------------------------

সরাসরি অসহযোগিতার অভিযোগ আছে থানা পুলিশ ও উপপুলিশ কমিশনারের দপ্তরের বিরুদ্ধে। বললেন, বাস আটকের পর ওপরের নির্দেশে তা ছেড়ে দিয়েছেন তারা।

বাসের ধাক্কায় কোমরে এক পাশের দুটি হাড় ভেঙে যাওয়া আলভি জানালেন, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ভিক্টরের বাসটি।

অসহায় পরিবারটি এখন এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছেন।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh